About Us

আমাদের সম্পর্কে

আপনার বিশ্বস্ত আস্থা ফ্রেশ ফুড

আস্থা ফ্রেশ ফুড পাবনা বেজ একটি প্রতিষ্ঠান, যার বেশিরভাগ পণ্য পাবনার থেকে উৎপন্ন বা সংগ্রহ করা হয়। বাংলাদেশের উত্তরাঞ্চল মূলত কৃষিকাজ বা শস্য উৎপাদনের জন্য বিখ্যাত। ভৌগোলিক দিক দিয়ে পাবনা উত্তরাঞ্চলের একটি বিশেষ জায়গায় অবস্থা করছে। যার জন্য এখানে উৎপাদিত প্রতিটি পণ্য অনেক পুষ্টিকর এবং ভালো হয়।


আস্থা ফ্রেশ ফুড প্রতিটি পণ্য উৎপাদন বা সংগ্রহ করার সময় প্রতিটি ধাপে কোয়ালিটি বজায়ে রাখে। সেই সাথে ন্যায্য মূল্যে সবাই যেন ভালো পণ্য পায় সেই লক্ষে আস্থা ফ্রেশ ফুড এর টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আস্থা ফ্রেশ ফুড এর টিম গ্রামে গঞ্জে পথ প্রান্তে প্রতিনিয়ত ছুতে বেড়াচ্ছে আপনার জন্য প্রাকৃতিক খাবারের খোঁজে এবং ভালো পণ্য পৌঁছে দিচ্ছে আপনার দোরগোড়ায়।


ন্যায্য মূল্যের সবচেয়ে ভালো পণ্য পেতে আস্থা ফ্রেশ ফুডের সাথেই থাকুন। আপনার পরামর্শ আমাদের এগিয়ে যাবার প্রেরনা।

astha fresh food
Shopping Cart
Scroll to Top